শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু সচিবালয়ে পিএসসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩২ এএম

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। এদেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অদ্বিতীয় অবদান নিয়ে কোন প্রকার বিতর্কের সুযোগ নেই। গতকাল রোরবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উদযাপন উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। পিএসসি›র চেয়ারম্যান বলেন, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুকে যিনি আমাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি দিয়েছেন এবং মাথা উচুঁ করে বাঁচার অধিকার দিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে মহান শহীদদের উদ্দেশ্যে ০১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে সংগৃহীত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কমিশনের সকল সদস্যরা এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন