শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রশাসনে গ্রেড-১পদে পদোন্নতি পেলেন খাদ্য ও জরিপ অধিদফতরের ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০২ এএম

প্রশাসনে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন খাদ্য অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা হলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন এবং খাদ্য অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ২৪ জানুয়ারি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হন শাখাওয়াত হোসেন। অপরদিকে গত বছরের ২৬ জুলাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন