শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সিএমএইচে ভর্তি মেজর জেনারেল (অব.) ইবরাহিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে।

কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আল আমিন ভূঁইয়া রিপন জানান, তার অবস্থা আগের চেয়ে উন্নত হচ্ছে। তিনি আছেন ভালো। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে মেজর জেনারেল (অব.) ইবরাহিম তার ডিওএইচএসের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তার ব্রেইনে রিং পরানোর কথা রয়েছে। দল এবং পরিবারের পক্ষ থেকে তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন