আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে চেম্বার কোর্টের বিচারক মনোনীত করা হয়েছে। গত মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ মনোনয়ন দেন। আপিল বিভাগের রেজিস্ট্রার মো: বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আগামি ৩ এপ্রির থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শারীরিক উপস্থিতিতে জেম্বার জজ আদালতের বিচারক হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ৩ এপ্রিল থেকে পুরো রমজান মাসজুড়ে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে চেম্বার কোর্টে শুনানি নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন