শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাল জাতীয় মহাসমাবেশ সফলের আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশ সফলের জন্য দেশের সকল জেলা, মহানগর, থানাসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃদ্বয় এক বিবৃতিতে সারাদেশের সর্বস্তরের নেতাকর্মীদেরকে মহাসমাবেশ সফলের জন্য আহ্বান জানান। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান,জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির মহাসমাবেশ নিয়ে কোন ধরণের টালবাহানা না করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন