মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব (রহ.)এর ছাহেবজাদা ও গোপালগঞ্জের ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রাক্তন খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন গত ৩ ফেব্রুয়ারি ইন্তেকাল করলে খতিবের পদটি শুন্য হয়ে যায়।
মুফতি রুহুল আমীন ১৯৬২ সালের ১২ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গায় জন্ম গ্রহণ করেন। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির দাবিতে যেসব আলেমরা সক্রিয় ছিলেন, তিনি তাদের অন্যতম। স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ আল্লামা শাহ আহমদ শফী’র (রহ.) উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থিতা করতে মনোনয়ন চাইলেও তাকে দেয়া হয়নি। বৃহস্পতিবার মুফতি রুহুল আমীন জানান, আমি এখনও নিয়োগপত্রের চিঠি পাইনি। তবে আমাকে খতিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
নবনিযুক্ত খতিব মুফতি রুহুল আমীন আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র সদস্য এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসে অন্যতম সদস্য। একাধারে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান। এছাড়াও তিনি ফতোয়া বৈধতার রায়ে দেশের শীর্ষ আলেম হিসেবে অ্যামিকাস কিউরি হিসেবে আদালককে সহযোগীতা করেন।
কওমি মাদরাসা ঘরানায় পিতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর (রহ.) মতো জামায়াতবিরোধী আলেম হিসেবেই সুপরিচিত মুফতি রুহুল আমীন। তিনি দেশের বিভিন্ন মাদরাসা, মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, প্রধান মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নবনিযুক্ত খতিব মুফতি রুহুল আমিন আজ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াবেন। আল্লাম মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত করায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন