শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা

বাম জোটের হরতাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

বাম জোটের হরতালে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার পোড়ানোর অভিযোগে তিনটি ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত বুধবার শাহবাগ থানায় করা ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহসভাপতি অনিক রায়, সহসভাপতি জহরলাল রায়, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার, সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মেঘমাল্লার বসু, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ, ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর ও বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আসামি করা হয়েছে মামলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন