সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প নরসিংদী সদরের উদ্বোধন ও পদযাত্রা গত বৃহস্পতিবার ভাটপাড়া নগেশ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে দুপুরে অনুষ্ঠিত হয়। আরটিআইপি-২ এলজিইডি এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটপাড়া নগেশ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক নরসিংদীর সমন্বয়কারী মো. মিজানুর রহমান। নিরাপদ সড়কের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন ব্র্যাক কেন্দ্রীয় অফিসের অফিসার সাপোর্ট সার্ভিস আজমত আলী। বক্তব্য শেষে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদ যাত্রাটি বিদ্যালয় থেকে শুরু করে ভাটপাড়া সড়ক প্রদক্ষিণ করে মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানে বক্তাগণ ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের কতগুলো পদ্ধতি ধরে তুলেন পথচারীগণ রাস্তা পারাপারের সময় ডান-বাম দেখে রাস্তা চলাচল করবেন এবং ফুটপাত থাকলে ফুটপাতের ওপর বাম পাশ দিয়ে চলাচল করবেন। ফুটপাত না থাকলে রাস্তার ডান দিক দিয়ে চলাচল করবেন। ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করলে সামনে থেকে গাড়ি আসলে দেখা যাবে। তা না হলে বাম পাশ দিয়ে চললে চলাচলে ঝুঁকি থাকে। কারণ পেছন থেকে গাড়ি আসলে দেখা যায় না। আর ডানপাশ দিয়ে চলাচল করলে সামনে থেকে গাড়ি আসলে দেখা যায়। এ জন্য তা নিরাপদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন