শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার : ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশব্যপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার ফলাফল আগামী ৫ এপ্রিল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে দুদিনের ব্যবধানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার রমজানের কারণে কিছুটা বেশি সময় লাগবে। সম্ভবত আগামী মঙ্গলবার বিকালে পরীক্ষার ফল দিতে পারবো। ফল প্রস্তুত করার জন্য আমরা চারদিন সময় নিচ্ছি।

এদিকে পরীক্ষা শুরুর পর একটি কেন্দ্র পদির্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, পরীক্ষা কঠোর নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে প্রেস ব্রিফ্রিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি দুয়েকটা হলের ভেতরে পরিদর্শনে গিয়েছি। পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এই ভর্তি পরীক্ষাটি সবসময় সতর্কতার সঙ্গে নিয়ে থাকি। পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছুর সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। আমাদের যেসব গাড়ি পরীক্ষার প্রশ্ন নিয়ে যায় সেগুলোকে আমরা কন্ট্রোলরুমে বসেই ট্র্যাক করি। আবার প্রশ্নপত্রের বাক্স খুললেও আমরা বুঝতে পারি। এভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পরীক্ষা নিচ্ছি। এ বছর বেসরকারি ৭২টি এবং সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট ১০ হাজার ৮৩৯টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা বিগত বছরগুলোর তুলনায় সব চেয়ে বেশি। সারা দেশে মোট ভ্যানু ছিল ৫৭টি, এক হাজার ৭৯৩টি হলে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন