রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ময়লার স্তূপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টা ১০ মিনিটে ওই এলাকার মনিহারী বণিক সমিতি মার্কেটের পেছনের গলিতে রাখা ময়লার স্তূপে এ আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া বলেন, আমরা খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ২০ মিনিটে আগুন পুরো নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে তিনি বলেন, আমরা গ্যাস বিদ্যুতের সব লাইন দেখেছি। সেখানে কোনো সমস্যা ছিল না।
প্রাথমিকভাবে ধারণা করছি মার্কেটের উপর থেকে সিগারেট বা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে।
বাংলাদেশ মনিহারী বণিক সমিতি মার্কেটের সভাপতি হাজী সফি মাহমুদ বলেন, সিটি করপোরেশনের লোকদের মালামাল রাখা ছিল এখানে। যারা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তারাই এটাকে ময়লার স্তূপ বানিয়ে রেখেছে।
আমরা সিটি করপোরেশন ও মেয়র মহোদয়কে জানাবো বিষয়টি যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন