ফ্যানের পরিবেশকদের নিয়ে ঢাকায় সম্মেলন করেছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত শনিবারের সম্মেলনে সারা দেশ থেকে ভিশন ফ্যানের প্রায় ৮০০ জন পরিবেশক অংশ নেয়। অনুষ্ঠানে আরএফএলের পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের (বিক্রয় ও বিপণন) মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ, ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসান, ভিশন ফ্যানের ব্র্যান্ড ম্যানেজার রকিব আহম্মেদ ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার রেজা-উল হোসেন উপস্থিত ছিলেন। সম্মেলনে আরএফএলের পরিচালক আর এন পাল বলেন, ‘আমাদের লক্ষ্য যৌক্তিক মূল্যে মানসম্পন্ন ফ্যান ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’ সম্মেলনে লটারি করে ১০ জন পরিবেশককে আইফোন ৭ প্লাস, ফ্রিজ, এলইডি টিভি প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন