সম্প্রতি ঢাকার বংশালে নর্থ সাউথ রোডস্থ হোটেল আল-রাজ্জাক প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, বিজনেস ডেভোলপমেন্ট এন্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশ্তাক আহমেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোঃ সামছুদ্দোহা, কার্ড ডিভিশনের ইনচার্জ মোহাম্মদ ফকরুল ইসলাম, ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাসিব উদ্দিনসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন