মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডেইরি উন্নয়ন বোর্ড হচ্ছে

দুধ এবং দুগ্ধজাতীয় পণ্যের উৎপাদনের লক্ষ্য মন্ত্রিসভার নতুন প্রস্তাব

পঞ্চায়েত হাবিব : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

প্রথম বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড করতে যাচ্ছে সরকার। সুষম পুষ্টিমান সম্পন্ন খাদ্য হিসাবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদাপূরণে দুধ এবং দুগ্ধজাতীয় পণ্যের উৎপাদন করা প্রয়োজন। দুধ এবং দুগ্ধজাতীয় পণ্যের উৎপাদনে সংশ্লিষ্ট বিকাশমান খামারি ও শিল্পের প্রসার ও উন্নয়ন করা এবং নিরাপদ খাদ্য হিসেবে উৎপাদিত দুধ এবং দুগ্ধজাতীয় পণ্যের মান নির্ধারণ ও প্রয়োগ এবং সরবরাহ নিশ্চিত করার বিধান যুক্ত করে এই প্রথম বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২ এমন সুবিধাদি অন্তর্ভূক্ত করে আইনের খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এগুলো যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী স্বাক্ষরিত পাঠানো আইনের সার-সংক্ষেপে বলা হয়, দেশের সুষম খাদ্য হিসাবে দুধ এবং দুগ্ধজাতীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং বাজারজাতাকরণ সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পের প্রয়োজন। আইনের শিরোনামে বলা হয় : এই আইন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২ নামে অবহিত হবে। ইহা সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ থেকে কার্যকর হবে। যা সারাদেশের জন্য প্রযোজ্য হবে।

সংজ্ঞায় বলা হয় : ডেইরি অর্থ গবাদিপশু, অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ভেড়া থেকে আহরিত দুধ এবং দুধ প্রক্রিয়াকরণের মাধ্যমে দুগ্ধজাত পণ্য, যাহা শিশুসহ সকল মানুষের নিরাপদ খাদ্য এবং তা উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে বুঝাইবে।

বোর্ড গঠন হবে কি ভাবে : এই আইন প্রবর্তনের পর, সরকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে দ্বারা, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটি বোর্ড গঠন করবে। বোর্ডের একটি সংবিধিবন্ধ সংস্থা হবে এবং স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকবে এবং স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করবে। অধিকার রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকবে এবং বোর্ডের নামে মামলা করা যাবে এবং বোর্ডও মামলা করতে পারবে সেই ক্ষমতা রাখা হয়েছে। পরিচালনা ও প্রশাসন : বোর্ডের পরিচালনা ও প্রশাসন একটি পর্ষদের অধিন ন্যস্ত থাকবে এবং বোর্ড যে কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

পরিচালনা পর্ষদ : এ আইনে ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ থাকবে। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী হবেন কো- চেয়ারম্যান, সদস্য সচিব হবেন নিবার্হী পরিচালক, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড। এছাড়া সদস্যরা হবেন, একজন এমপি, সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, অর্থ বিভাগের একজন যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের একজন, বাণিজ্য মন্ত্রণালয়ের একজন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এজন যুগ্মসচিব। এছাড়া প্রাণীসম্পদ অধিদফতরে ডিজি এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনষ্টিটিউড ডিজি, বিভাগীয় প্রধান ডেইরি বিজ্ঞান বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল, (পদাধিকার বলে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (প্রাণী সম্পদ) পদাধিকার বলে, সরকার কর্তৃক নিবন্ধিত দুগ্ধ সমবায় সমিতির দুই জন তার মধ্যে একজন পুরুষ ও মহিলা হবেন।
দন্ড : কোনো ব্যক্তি অপরাধ করলে সেই ব্যক্তি ধারা ১২ এর উপধারা (২) এবং ধারা ১৩ এর উপধারা (৪) এ বর্ণিত অপরাধ করিলে অনূর্ধ্ব ২ বছর কারাদণ্ড বা অনিধিক ৫ লাখ টাকা পর্যন্ত অর্থ দণ্ড বা উভয় দণ্ডের বিধান যুক্ত করা হয়েছে।

কোম্পানি কর্তৃক অপরাধ : কোনো কোম্পানি কর্তৃক এই আইনের অধীনে কোনো অপরাধ সঙ্ঘটিত হলে উক্ত অপরাধে কোম্পানির পরিচালক, অংশীদার, প্রধান নির্বাহী, ম্যানেজার, সচিব বা অন্য কোনো কর্মকর্তা বা প্রতিনিধি উক্ত অপরাধ সঙ্ঘটিত হয়েছে বলে গণ্য হবে। এ বিধান যুক্ত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন