শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গরুর গোশত ৮০০ টাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

রমজানের প্রথম দিনেই রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি এলাকার বাজারে গরুর গোশতের দাম বেড়েছে। ৬০০ টাকার গরুর গোশত এখন বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এছাড়াও সকল প্রকার ইফতারে ব্যবহৃত সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে। প্রতি হালি লেবু ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু লেবু নয়, দাম বেড়েছে শসা, গাজর, পুদিনা ও ধনে পাতারও। অন্য বছর রমজানের সময় সিটি করপোরেশনের উদ্যোগে বাজারে মূল্য নির্ধারণ করা হয়। কিন্তু এ বছর রমজান উপলক্ষে দাম নির্ধারণের কোন কার্যক্রম দেখা যায়নি।
গতকাল রোববার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, চড়া মাছ ও গোশতের বাজার। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায় এবং ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে। বাজারে গরুর গোশত বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। অন্যদিকে খাসির গোশত ৮৫০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় সাইজের প্রতিটি লেবুর প্রতি পিস ২০-২৫ টাকা, ছোট সাইজের লেবু ১২-১৫ টাকা পিস এবং মাঝারি সাইজের প্রতিটি লেবুর দাম ১৬-১৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। বড় সাইজের এক হালি লেবু কিনতে হলে ক্রেতাকে গুনতে হচ্ছে ১০০ টাকা। ইফতারের আরেক উপাদান শসার দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল ৪০-৫০ টাকা কেজি। ধনেপাতা ২৫০ গ্রামের দাম ৩০ টাকা, ২০০ গ্রাম পুদিনা পাতার দাম ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৬০ টাকা।
ক্রেতারা বলছেন, রমজান এলেই একটি সিন্ডিকেট তৎপর হয়ে ওঠে। এমনিতেই নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। তার ওপর ছোটখাট পণ্যগুলোর দাম বৃদ্ধি নতুন করে ভাবনার কারণ। মানুষ এতটাই অসহায়, চাইলেও ভালোভাবে ইফতার করতে পারবে না। সরকারের উচিত বাজারে মনিটরিং বাড়ানো। এটি নীরব দুর্ভিক্ষের মতো। এত দামে সাধারণ মানুষ কী কিনে খাবে? কোনো নজরদারি নেই। আমরা এখন পুরো অসহায়।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে গেলে আমরা দাম বাড়াতে বাধ্য হই। ইচ্ছে করলেই দাম বাড়াতে পারি না।অতিরিক্ত দামে কিনে আনতে হয় বলে বেশি দামে বিক্রি করি। আমাদের কিছু করার থাকে না

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ইকবাল শেখ ৪ এপ্রিল, ২০২২, ৩:২৪ এএম says : 0
সাধারণ মানুষের আর কিছু খাওয়া লাগবে না
Total Reply(0)
Harunur rashid ৪ এপ্রিল, ২০২২, ৩:২৯ এএম says : 0
I hope cow farmers are getting piece of the pie.
Total Reply(0)
ahmed shawon ৪ এপ্রিল, ২০২২, ১:০২ পিএম says : 0
sokol ponno osadharon sob manus der jonno.......... amon akta somoy asbe sadharon manuser jonno kichui thakbe na......
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন