চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৪ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, গত সাত দিনে ২৯৮ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে সুস্থ হয়েছেন ২৫৫ জন। গত এক মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৩ জন। পরিস্থিতি মোকাবেলায় ১৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৪টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। হাসপাতালগুলোতে এক হাজার সিসির নয় হাজার ৪০০ এবং ৫০০ সিসির এগার হাজার ৬৭৭টি স্যালাইন মজুদ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন