শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতায় স্বর্ণের বাজারে মন্দা

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছিল। তবে বর্তমানে এ পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে, এমন আশার সঞ্চার হয়েছে। ফলে মার্কিন ডলারে দেখা দিয়েছে চাঙ্গাভাব। আর এতে মন্দার মুখে পড়েছে স্বর্ণের বাজার। ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটির দামে দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে বাজারের ওপর। ব্লুমবার্গ স্পট ইনডেক্সের তথ্যমতে, বৃহস্পতিবার ১০টি মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। গত জুনের পর ডলারের দামে এটিই সর্বোচ্চ উল্লম্ফন। এর বিপরীতে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার স্বর্ণের দাম আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ২ শতাংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বিশ্বব্যাপী বাজার-অর্থনীতিতে সাময়িক অস্থিরতা দেখা দেয়। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হয়। ফলে ২০১৬ সালে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর বিষয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা কিছুটা স্তিমিত হয়ে আসে। আর এরই পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজারে ব্যাপক চাঙ্গাভাব দেখা দেয়। ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম প্রথমে ২৫ শতাংশ বাড়ে। নির্বাচনের রাতেই গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ লেনদেন হয়েছে। শীর্ষ ধনী স্ট্রান ড্রাকেনমিলার তার মজুদের সব স্বর্ণ এদিন বিক্রি করে দেন। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান বিএমও ক্যাপিটাল মার্কেটসের পরিচালক তাই অং বলেন, ‘মানুষ হঠাৎ করেই অর্থনীতি নিয়ে অনেক বেশি তৎপর হয়ে ওঠে। শেয়ারবাজার, সুদহার বৃদ্ধির সম্ভাবনা, ডলারের চাঙ্গাভাব এ সবকিছুই স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। স্ট্যান ড্রাকেনমিলার আজ এসেছিলেন। আর জানিয়েছেন যে, নির্বাচনের রাতেই তিনি তার সব স্বর্ণ বেঁচে দিয়েছেন। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের চেয়ে দশমিক ৬ শতাংশ কমেছে। এদিন স্বর্ণের আইন্সপ্রতি দাম ১ হাজার ২৬৬ ডলার ৪০ সেন্টে স্থির হয়। ১৮ অক্টোবরের পর এটিই স্বর্ণের দামে সবচেয়ে বড় অবনমন। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে নির্বাচনের রাতে বিপুল পরিমাণ স্বর্ণের লেনদেন হয়েছে। এর আগের ১০০ দিনে স্বর্ণের একদিনের লেনদেনের গড় হারের চেয়ে এর পরিমাণ ছিল ১১৭ শতাংশ বেশি। শুধু বুধবারেই ৮ লাখ ৬৯ হাজার স্বর্ণের ক্রয়াদেশ হাতবদল হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এদিকে রুপার বাজারে দেখা দিয়েছে ইতিবাচক প্রবণতা। বিজয়-পরবর্তী বক্তব্যে ট্রাম্পের অবকাঠামো উন্নয়নের ঘোষণার সূত্র ধরে তৃতীয় দিনের মতো বেড়েছে রুপার দাম। ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে বৃহস্পতিবার রুপার আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৮ ডলার ৭৩ সেন্টে। আগের দিনের চেয়ে এ দাম ছিল ২ শতাংশ বেশি। একইভাবে রুপার বাজারকে অনুসরণ করছে প্যালাডিয়াম। অন্যদিকে একই সময়ে মন্দাভাব দেখা দিয়েছে প্লাটিনামের বাজারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন