কর্পোরেট ডেস্ক : উৎপাদন খাতের কার্যক্রম কমার সম্ভাবনা থাকায় ২০১৭ সালে প্রবৃদ্ধি কমবে ইউরোজোনের। এমনটাই পূর্বাভাস দিয়েছেন ইউরোপের অর্থনীতি বিষয়ক কমিশনার পিয়েরে মস্কোভিসি। এ সময় তিনি আরো বলেন, জ্বালানির দামও খুব একটা বাড়ার সম্ভাবনা নেই আগামী বছর। তিনি বলেন, ২০১৭ সালের ১৯ সদস্য দেশ বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ। ২০১৮ সালেও একই প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি কমবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে কমবে বিনিয়োগও। ২০১৮ সালেও মূল্যস্ফীতি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ শতাংশে পৌঁছাতে পারবে না বলেও মনে করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন