শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রিজার্ভ চুরি : কিছু অর্থ ফেরত পেল বাংলাদেশ

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চুরি যাওয়া রিজার্ভের প্রায় দেড় কোটি ডলার বা ১৫ মিলিয়ন ডলার ফিলিপাইনের অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিলের কাছ থেকে ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের বরাত দিয়ে একটি বিশ্বস্ত সূত্র এ খবর জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অ্যান্টি মানিলন্ডারিং ডিপার্টমেন্টের দুই সদস্যের উপস্থিতিতে এই টাকা গ্রহণ করেছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অর্থ গোয়েন্দা বিভাগের ডেপুটি ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের অ্যান্টি মানিলন্ডারিং বিভাগের দুই সদস্য ফিলিপাইনে অবস্থান করছেন। তারা ফেরত দেয়া ১৫ মিলিয়ন অর্থ গ্রহণ করেছেন। বাংলাদেশী টাকায় এই অঙ্ক প্রায় ১২১ কোটি টাকার মতো। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) যাওয়া টাকার একটি বড় অংশ পরে ফিলিপিনসের জুয়ার টেবিলে চলে যায়। এর মধ্যে ক্যাসিনো মালিকের ফেরত দেয়া দেড় কোটি ডলার পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে আগস্টে ফিলিপাইনের ম্যানিলা গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের একটি দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tipu Sultan ১৩ নভেম্বর, ২০১৬, ১০:১৭ এএম says : 0
বাকিটা কি বাকি থাকবে? না পাওয়া পাবে?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন