শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আল-আকসায় মুসল্লিদের ঢল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

ইসরাইলি সেনাদের কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করে জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) নগরীর পবিত্র আল-আকসা মসজিদে অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন। খবর আরব নিউজের। তবে ইসরাইলি সেনারা মুসলমানদের প্রথম কেবলায় ৪০ বছরের কম বয়সি ফিলিস্তিনিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। শুধুমাত্র ৪০ থেকে ৫০ বছর বয়সি যেসব ফিলিস্তিনির যাদের ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া অনুমতিপত্র রয়েছে কেবল তারাই মসজিদুল আকসায় নামাজ আদায় করতে পারেন। রমজান মাসের প্রথম শুক্রবার উপলক্ষে বায়তুল মুকাদ্দাস নগরীর সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরাইলি সেনারা। ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ করতে না পারে সেজন্য প্রায় তিন হাজার ইসরাইলি সেনা মোতায়েন করা হয়। জেরুজালেম নগরীর পুরনো অংশে অবস্থিত আল-আকসা মসজিদ অভিমুখী সড়কগুলো অনেক দূর থেকে বন্ধ করে দেওয়া হয় যাতে ফিলিস্তিনিরা গাড়িতে করে মসজিদে যেতে না পারেন। এছাড়া শুধুমাত্র বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশে বসবাসরত ফিলিস্তিনিদেরই আল-আকসা মসজিদে ঢুকতে দেওয়া হয়েছে। পশ্চিমতীরের অন্য অংশ বা গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে যাওয়ার সুযোগ পাননি। এদিকে, গত বৃহস্পতিবার তেলআবিবে সন্ত্রাসী হামলায় ২ ইসরাইলি নিহত হলেও শুক্রবার ইসরাইলি সেনারা কড়া প্রতিক্রিয়া দেখায়। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন