শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি স্বর্ণের বারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো সানোয়ারুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরো এয়ারপোর্টে কঠোর নজরদারি রাখা হয়। সেই নজরদারির একপর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয়। এরপর গ্রিন চ্যানেলে সকল সংস্থার উপস্থিতিতে যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
সানোয়ারুল কবীর আরও জানান, ওই যাত্রীর নাম ম. আরিফ। তিনি দুবাই থেকে গালফ এয়ারের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে আসেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। প্রায় ৬ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টম আইনে দুটি মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন