পুরাতন বছরের দুঃখ, গ্লানি ও হতাশা মুছে ফেলে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও আনন্দের প্রত্যাশায় নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে বান্দরবানে। তিনদিনের উৎসবে প্রথম দিন সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে পাহাড়ের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী। গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান রোয়াংছড়ি স্টেশন এলাকার নদীর ঘাটে এসে রান্যাফুল সোশ্যাল অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে একদল তরুণ-তরুণী নদীর জলে ফুল ভাসায়। এর সর্বস্তরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়েরর শিশু-কিশোর, তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু করেন বর্ষবরণের আয়োজন। ‘ফুল বিজু’র মাধ্যমে গঙ্গাদেবীকে সম্মান জানানোর পাশাপাশি পুরনো বছরের সব দুঃখ-কষ্ট ধুয়েমুছে নতুন বছরকেও স্বাগত জানানো হয়।
নদীতে ফুল ভাসাতে আসা তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণীরা বলেন, সবাই যেন সুখে-শান্তিতে থাকেন এ জন্য আমরা নদীতে ফুল ভাসাই। গত দু’বছর করোনার কারণে আমরা ফুল ভাসানোর উৎসব পালন করতে পারিনি। এবার আমরা এ ফুল বিজু পালন করতে পেরে খুব খুশি। আয়োজক কমিটির সুবল চাকমা বলেন, প্রতিদিন নানা আয়োজনে বর্ণিল বিজু উৎসব পালন করা হচ্ছে বলেও জানান তিনি।
এ দিকে আজ বান্দরবানে মারমা সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করবে সাংগ্রাই উৎসব। প্রতি বছর নানা আয়োজনে মারমা সম্প্রদায় এই বাংলা নববর্ষ পালন করে থাকে, আর মারমা ভাষায় এই উৎসবকে বলা হয় সাংগ্রাই। মূলত তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানেই মারমা সম্প্রদায়ের জনসংখ্যা বেশি, তাই বান্দরবানে এই সাংগ্রাইকে ঘিরে চলে কয়েকদিনব্যাপী বর্ণিল আয়োজন ।
বান্দরবানের সাংগ্রাই উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শৈটিং ওয়াই মারমা জানান, প্রতিছরের ন্যায় এবারো ও নতুন বছরকে বরণ আর পুরনোকে বিদায় জানিয়ে সাংগ্রাই উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সাংগ্রাই উদযাপন কমিটি। আজ সকালে বান্দরবান রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে সাংগ্রাই উৎসবকে ঘিরে। আগামীকাল ভোরে মিনি ম্যারাথন দৌড়, বুদ্ধ মূর্তি স্মান আর ১৫ এপিল বিকেলে মৈত্রি পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই সাংগ্রাই উৎসবের।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, এই ধরণের বর্ণাঢ্য আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন