শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এলপিজির দাম পুনঃনির্ধারণ নিয়ে রুল

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ২০০৯ সালের পর এলপিজির দাম পুনঃনির্ধারণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। গ্যাসের দাম পুনঃনির্ধারণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুল আলম। তিনি জানান, ২০০৯ সালে সাড়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এরপর আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কয়েক দফা কমলেও দেশে গণশুনানি করে দাম পুননির্ধারণ করা হয়নি। ৭ বছর ধরে একই দাম রাখা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণের নির্দেশনা চেয়ে গত ৩১ জুলাই বিইআরসিতে আবেদন করে ক্যাব। তবে আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখে বিইআরসি। পরবর্তীতে তারা আদালতে রিট করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন