স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে রহস্যজনক আগুনে দগ্ধ নারী গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম শামীমা আক্তার রুনা (৪০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। গতকাল পর্যন্ত নিহত রুনার শরীরে আগুন লাগার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
গত শনিবার সকালে বিমানবন্দর স্টেশন সংলগ্ন এলাকা থেকে মুমূর্ষু দগ্ধ অবস্থায় রুনা নামে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, দগ্ধ নারী নিজেকে শামীমা আক্তার রুনা এবং তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায় বলে জানিয়েছেন। তবে কীভাবে তিনি ওই এলাকায় এসেছেন এবং কে তাকে আগুন দিয়েছে তা জানতে চাইলে ওই নারী বলেন, বদ জ্বীন তাকে তুলে নিয়ে এসেছে এবং তার শরীরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। পুলিশের ধারণা, ওই নারী মানষিক রোগী।
শনিবার গুরুতর অবস্থায় উদ্ধারের পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় সেখানেই তার মৃত্যু হয়।
বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, ওই নারীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিলো।
মেডিকেল সূত্র জানায়, গতকাল বিকেল পর্যন্ত ওই নারীর কোন স্বজন তার খোঁজ নিতে আসেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন