কূটনৈতিক সংবাদদাতা : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, শ্রম অধিকার জোরদার করার ওপরেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহাল করা নির্ভর করছে। বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মান এই অধিকারের নিশ্চয়তা দেয়। গতকাল রোববার এক টুইট বার্তায় তিনি একথা বলেছেন।
অপর এক টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও বাংলাদেশ সরকারকে জিএসপি পুনর্বহালে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গ, রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশনসে অগ্নিকা-ে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেন। গত বছর জুনে বিশ্বের ১২২টি দেশের জন্য জিএসপি নবায়ন করা হলেও বাংলাদেশকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। অন্যদিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে জিএসপি পুনর্বহাল নিয়ে আলোচনা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন