শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তিউনিসিয়া উপকূলে ৭৫০ টন জ্বালানিসহ জাহাজডুবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে গ্যাবস উপসাগরে পশ্চিম আফ্রিকার দেশ গিনির পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। ৭৫০ টন জ্বালানি (ডিজেল) নিয়ে জাহাজটি মিশর থেকে মাল্টার দিকে যাচ্ছিল। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে তিউনিসিয়ার আঞ্চলিক পানিসীমায় জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে কোনো লিকেজ হয়েছে কিনা, এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় আদালতের মুখপাত্র মোহাম্মদ ক্যারে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, জাহাজডুবির ঘটনার খবর পাওয়ার পরপরই দুর্যোগ প্রতিরোধ কমিটি করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে। তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ঝুঁকিতে পড়েছিল এবং সেটিতে লিকেজের সম্ভাবনা রয়েছে। যদি তা হয়ে থাকে, তবে পরিবেশগত বিপর্যয় তৈরির শঙ্কা রয়েছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাহাজটি থেকে তিউনিসিয়ার জলসীমায় প্রবেশের অনুরোধ আসে। পরে সেটি ডুবে যায়। খবরে আরো বলা হয়, গিনির পতাকাবাহী জাহাজটি মিশরীয় বন্দর ডেমিয়েটা থেকে মাল্টার দিকে রওনা হয়েছিল। গ্যাবস উপসাগরের পৌঁছার পর জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে। জলযানটির ৭ ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সামুদ্রিক পরিবেশগত বিপর্যয় এড়াতে ঘটনাস্থলে কার্যক্রম জারি রয়েছে। তারপরও লিকেজ হয়ে সাগরে জ্বালানি ছড়িয়ে পড়া ও এ কারণে চরম ঝুঁকি সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন