দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদনের শুনানি ২৯ মে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগীয় বেঞ্চ এ তারিখ ধার্য করেন। এ তথ্য জানিয়েছেন শামীম ইস্কান্দারের কৌঁসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
শামীম ইস্কান্দার বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহোদর। তার সম্পদ বিবরণী চেয়ে ২০০৭ সালে নোটিশ দেয় দুদক। সম্পদ বিবরণী দাখিল করলে দুদক তাতে সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায়। এ প্রেক্ষিতে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় শামীম ইস্কান্দারের স্ত্রীকেও আসামি করা হয়। মামলাটিতে উভয়েই আগাম জামিন নেন।
২০১৬ সালে মামলা থেকে অব্যাহতি চেয়ে (কোয়াশমেন্ট পিটিশন) আবেদন করলে হাইকোর্ট সেটি খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন শামীম ইস্কান্দার দম্পতি। সেটি শুনানির জন্য তারিখ ধার্য করলেন আপিল বিভাগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন