শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে : গয়েশ্বর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ৫:৪৭ পিএম

বিএনপির বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, এ ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এজন্য জাতীয়তাবাদী সব দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে, রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আজ সোমবার (১৮ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা ও দোহার থানা, পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে ইঙ্গিত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খেয়াল করবেন, আপনাদের সতর্ক থাকতে হবে। আগে বিএনপি করতেন, এখন বিএনপিকে গালাগাল দেন এবং শেখ হাসিনার প্রশংসা করেন। এই দোহার-নবাবগঞ্জেই আছেন। কিন্তু মেয়ে আবার বিএনপি করেন। তিনি বলেন, এই দোহার-নবাবগঞ্জের যিনি (এমপি) আছেন, বাংলাদেশে তার জন্ম নয়, পাকিস্তানে। তার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে এসেছেন। এই দোহার থেকে গণতন্ত্রের অপশক্তিকে বিতাড়িত করব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা। এখন আমরাই গণতন্ত্র মুক্ত করব, দেশের মানুষকে মুক্ত করব। এ দেশ পরিচালনা করব, আমরা মুদ্রা পাচারকারীদের আটক করব।

উপজেলার কলাকূপা গ্রামে অনুষ্ঠিত সম্মেলনে কণ্ঠভোটে আজাদুল ইসলাম হাই নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, খন্দকার আবুল কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একইভাবে কণ্ঠভোটে দোহার থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক হন মাসুদ পারভেজ। সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপিসাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, তমিজউদ্দিন নাজিম মাস্টার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন