বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

চলতি বছর নিরাপদ হজযাত্রা নিশ্চিত করা হবে

হাবের ইফতার মাহফিলে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ৮:১১ পিএম

চলতি বছর সুন্দর সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম আঞ্জাম দেয়া হবে। নিরাপদ হজযাত্রা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ২০১৯ সালের হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে যে কোনো ভূমিকা রাখতে পিছপা হবো না। আজ সোমবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতির পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্ম সচিব কাজী এনামুল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম হজ আইনে হাজীদের এবং হজ এজেন্সিল স্বার্থ রক্ষার কথা তুলে ধরে বলেন,যারা হজ আইন নিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের সর্ম্পকে সর্তক থাকতে হবে। হাব সভাপতি চলতি বছর হজ মৌসুমে হাজীদের ভোগান্তি দূর এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে থার্ড ক্যারিয়ার চালুর জোর দাবি জানান। তিনি নির্বিঘœ হজযাত্রার জন্য পর্যাপ্ত হজ ফ্লাইট বৃদ্ধির অনুরোধ জানান। হাব সভাপতি বলেন, আল্লাহর মেহমান হজযাত্রীদের সুবিধার্থে যেকোনো বাস্তবমুখী উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। ধর্ম সচিব কাজী এনামুল হক বলেন, সুষ্ঠু সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য হাবের পরামর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে নেয়া হবে। তিনি বলেন, চলতি হজ মৌসুমে সউদী অংশের ১০০% ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা হবে। এতে হজযাত্রীদের দুর্ভোগ হ্রাস এবং হয়রানি কমবে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, এবার হজ মৌসুমে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং অনেক হজ ফ্লাইট চলাচল করতে পারবে। তিনি বলেন, হজযাত্রীদের সুবিধার্থে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন