শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মামলা নিষ্পত্তির রেকর্ড গড়লেন বিচারপতি শেখ হাসান আরিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জামিন সংক্রান্ত ১ হাজার ৪৯৮টি মামলার রুল নিষ্পত্তি করেছেন একটি হাইকোর্ট বেঞ্চ। এর মধ্যদিয়ে একদিনে মামলা নিষ্পত্তিতে অনন্য রেকর্ড সৃষ্টি করলো বেঞ্চটি।

গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ডিভিশন বেঞ্চ ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি শেষে আদেশ দেন।

রায়ের আগে আদালত বলেন, ১ হাজার ৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই-এমন ক্ষেত্রে রুল চূড়ান্ত ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।

এদিকে আদালত সূত্র জানা গেছে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১ হাজার ৪৯৮টি রুল করোনাসহ নানান কারণে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। ওই নির্দেশনার ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চটি এসব মামলা নিষ্পত্তির মাধ্যমে এই রেকর্ড সৃষ্টি করলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন