শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আল-আকসায় সংঘাত, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব আমিরাতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে সংঘর্ষের প্রতিবাদে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রীম বিনতে ইব্রাহিম আল হাশিমি জেরুজালেমে সংঘাত অবিলম্বে বন্ধ এবং সেখানে মুসল্লিদের সম্পূর্ণ সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে ধর্মীয় আচার পালনে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি শ্রদ্ধা এবং আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে এমন কোনও চর্চা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া জেরুজালেমের আল-আকসা মসজিদ ঘিরে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন; যা ওই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এর আগে, গত শুক্রবার জুমআর নামাজের সময় আল-আকসা মসজিদে ঢুকে গ্রেফতার অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। গত ২০ বছরের বেশি সময় পর এই মসজিদ চত্বরে মাত্র এক ঘণ্টার অভিযানে ৩ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়। এ সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫৮ ফিলিস্তিনি আহত হন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশ টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করছে। অন্যদিকে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে। সম্প্রতি কট্টর-ডানপন্থি ইহুদি গোষ্ঠী রিটার্ন টু টেম্পল মাউন্ট ইহুদি ধর্মীয় রীতি মেনে কেউ আল-আকসা মসিজদের ভেতরে ছাগল কোরবানি দিতে পারলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেয়। কট্টরপন্থি এই গোষ্ঠীর এমন ঘোষণার পর মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিদের উত্তেজনা দেখা দেয়। সূত্র : সউদী গেজেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
shirajumazum ২১ এপ্রিল, ২০২২, ১২:৪৮ পিএম says : 0
what a dare they ? To get the privileges' from the super power specially USAs .they are doing what are they like. stop their obstinacy or hooliganism. they are inhuman being. They have no right to stay in ME. who love them they should shelter them at their respective country. please see their past history why people murder them. still no change among their mentality. But there are many mix religion man live together in the world. where there is no any fraction. what bloody people are they ? bulleting while people are devoted in prayer to almighty
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন