শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পাপুল-কাণ্ডে জেসমিন প্রধানের জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:২২ এএম

লক্ষ্মীপুর-২ এর এমপি পদ হারানো কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত সেটি মঞ্জুর করেন।
২০২০ সালের ১১ নভেম্বর পাপুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। এ মামলায় পাপুল ছাড়াও অন্য আসামিরা হলেন, পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম। মামলার পর ওই বছরের ২৭ ডিসেম্বর সেলিনা ইসলাম এমপি এবং ওয়াফা ইসলাম আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।
এজাহারে আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের ৫টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১৪৮ কোটি টাকা হস্তান্তর,রূপান্তর ও স্থানান্তর করা হয়েছে-মর্মে অভিযোগ আনা হয়। অন্যদিকে এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার কোনো উৎস জেসমিন প্রধান দেখাতে পারেন নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন