বিচারিক এখতিয়ারের বাইরে জামিন আদেশ দেয়া অন্তত ৭৫টি আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। জামিন আবেদনের মামলাগুলো আগামি ২৪ এপ্রিল কার্যতালিকায় এনে পুনরায় আদেশ দেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধঃীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যাডভোকেট খুরশীদ আলম খান এ তথ্য জানান।
তারা জানান, সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাইকোর্টের ওই বেঞ্চের বিচারিক ক্ষমতা হচ্ছে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের পুরোনো মামলা নিষ্পত্তি করা। কিন্তু বুধবার আদালত পুরোনো মামলা নিষ্পত্তি করার পর ফৌজদারি মোশন ক্ষমতা প্রয়োগ করে জামিন সংক্রান্ত ৭৫টি আদেশ দেন। পরে আদালত বুঝতে পারেন বুধবারের বিচারিক এখতিয়ারের বাইরে তারা ৭৫টি আদেশ দিয়েছেন। এ কারণে আদালত স্বত:প্রণোদিত হয়ে ওই ৭৫টি মামলা বৃহস্পতিবারের কার্যতালিকায় এনে বুধবারের আদেশ ‘রি-কল’ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন