শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ৬:৫৬ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় অনেকে হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এএন-২৬ বিমান। এটি ইউক্রেনের বিমান বাহিনীর সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করা হতো।
জাপোরিঝঝিয়া আঞ্চলিক সেনা প্রশাসন জানিয়েছে, এএন-২৬ বিমানটি জাপোরিঝঝিয়ার ভিলনিয়া বিভাগে শুক্রবার সকালে বিধ্বস্ত হয়।
সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।
এদিকে গত শনিবার বিমান বিধ্বংসী হামলা চালিয়ে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহণকারী একটি বিমান ভূপাতিত করেছিল। সেই বিমানটিতে পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিল।
নতুন করে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার হামলার কারণেই ভূপাতিত হওয়ার পর বিধ্বস্ত হয়েছে কিনা এ বিষয়টি নিশ্চিত নয়।
তবে রাশিয়া কয়েকদিন ধরেই জানিয়ে আসছে তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও অস্ত্র গোলাবারুদের ওপর হামলা চালাবে। সূত্র: বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন