শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নেপালে ২২ যাত্রীসহ বিমান নিখোঁজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১:৩৬ পিএম

নেপালে ২২ যাত্রীসহ মাঝআকাশে নিখোঁজ হয়েছে বিমান।

হিন্দুস্তান টাইমস জানায়, যাত্রীদের মধ্যে রয়েছেন ৪ জন ভারতীয়, ৩ জন জাপানি নাগরিক।

রোববার (২৯ মে) সকালে উড্ডয়নের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে। নেপালের পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

খবরে বলা হয়, রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। পরে বিমানটি খুঁজতে একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়।

এনডিটিভি জানায়, তারা এয়ারলাইন্সের ওই বিমানটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। এরপরই সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তারা এয়ারের একজন কর্মকর্তা জানান, পোখরা থেকে ১৯ জন যাত্রী, ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী নিয়ে ভ্রমণের সময় ৯এন-এইটি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন