ইনকিলাব রিপোর্ট : সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে বাধার কারণে কর্মসূচি পালন করতে পারেনি নেতাকর্মীরা। তবে কেন্দ্রীয় কর্মসূচি হলেও ঢাকার রাজপথে বিএনপির নেতা-কর্মীদের নামতে দেখা যায়নি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশের অনুমতি না দেয়ায় ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। গত রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছিলেন, ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা শহরে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন