রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফুলকপিতে ভ্যালেন্টাইন শুভেচ্ছা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

না’গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : গতকাল ১৪ ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। প্রতিবছরের ন্যায় স্ত্রীকে ফুল উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরিজীবী আব্দুল বাতেন মিয়া। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী সন্তানকে নিয়ে নাস্তার কাজটি সেরে ঘর থেকে বেরিয়ে পড়েন বাতেন মিয়া। হাটতে হাটতে তিনি প্রথমে চাষাঢ়া, পরবর্তীতে শহরের নারায়ণগঞ্জ ক্লাবের উল্টো দিকের ফুলের দোকানে যান। উদ্দেশ্য একগুচ্ছ ফুল দিয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা জানাবেন। প্রতিবছর ৫টি তাজা গোলাপ ফুলের একটি সমাহার উপহার দিয়ে স্ত্রীকে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। ৫০ টাকার মধ্যে ৫টি গোলাপ দিয়ে তিনি এ কাজটি সারেন। যথারীতি সেই নিয়মেই ৫০ টাকা নিয়ে তিনি ৫টি গোলাপ কিনতে গেয়ে ফুলের দোকানে দেখেন প্রতিটি গোলাপের দাম চাওয়া হচ্ছে ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। তিনি চাষাঢ়া থেকে হাটতে হাটতে উকিলপাড়ায় ফুলের দোকানগুলোতে গেয়ে শেষপর্যন্ত ৫টি ফুল কিনতে ব্যর্থ হন ৫০ টাকায়। এতে তার মন খারাপ হয়ে যায়। বিষন্ন হয়ে পড়েন তিনি। হঠাৎ করে তার চোখে পড়ে ভ্যান গাড়িতে করে হাইব্রিট বিশাল সাইজের ফুল কপি বিক্রি করছে এক বিক্রেতা। তিনি এগিয়ে যান এবং ৩৫ টাকায় একটি বিশাল সাইজের ফুলকপি কিনে বাসায় ফিরে স্ত্রীকে বলেন, দাম বেশি হওয়ায় এবার আর গোলাপ উপহার দিতে পারলাম না। তাই আজকের এই ভ্যালেন্টাইন ডে তে তোমার জন্য নিয়ে এলাম একটি ফুলকপি, যা দিয়ে খাবারও চলবে সঙ্গেতো ভালোবাসা থাকছেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Matir Manus ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ৮:৫৬ এএম says : 0
Idea ta niye goto koyk din dhore fun korcilam jai houk bastobeo ghotlo. Good idea.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন