স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন। দণ্ডিত আব্দুস সাত্তারের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুছাগরা গ্রামে। ২০১৫ সালে তিনি নগরীর খুলশী থানার লালখান বাজার ওয়ার্ডের টাংকির পাহাড় এলাকায় ছাদেকের কলোনিতে ভাড়া বাসায় স্ত্রী ও এক মেয়ে নিয়ে বসবাস করতেন। ২০১৫ সালের ৪ আগস্ট রাতে আব্দুস সাত্তারের বাসা থেকে তার স্ত্রী শাহেদা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুস সাত্তার পুলিশকে জানায়, তিনি মেয়ে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হন। ফিরে এসে দেখেন তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। কিন্তু সাত্তারের আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় সাত্তার স্বীকার করেন, ঘটনার দিন সকালে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। সন্ধ্যায় সাত্তার স্ত্রীকে গলা টিপে খুন করে লাশ ঝুলিয়ে রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন