শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি নেতা এম এ মান্নান লাইফ সাপোর্টে, দেশবাসীর দোয়া কামনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১২:৫৫ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর ইউনাইটেড হসপিটালে তাকে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন এম এ মান্নান। গতকাল তার শারীরিক অবস্থার বেশি অবনতি হয়। পরে রাতে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। শায়রুল জানান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন ২০১৫ সালে এম এ মান্নানকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নানা হয়রানি পর ২০১৭ সালে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রাজনীতিতে নিষ্ক্রীয় হয়ে পড়েন। দলীয় কোনো অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন না। এম এ মান্নানের সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন শায়রুল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন