জেলার বোয়ালখালীতে জাবেদ হোসেন (৩০) নামের এক অটোরিকশা চালককে হত্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার অটোরিকশাটির হদিস মেলেনি। ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হন জাবেদ। রাতে আর বাড়ি ফিরেননি। সকালে স্থানীয়রা উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খালের পাড়ে লাশটি দেখে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ ওই এলাকার বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জাবেদ ছিনতাইয়ের শিকার হয়েছেন, নাকি পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্পষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন