শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঢাবির সাবেক ভিসি আবদুল মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ভিসির দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও জীববিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন এবং পরে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভিসি হিসেবে তার মেয়াদকালে (১৯৮৬-৯০) দীর্ঘ বিরতির পর ডাকসুর নির্বাচন, ক্যম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান, ক্যাম্পাসের বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার এবং সরকারি নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পরিহারসহ নানা উদ্যোগে উজ্জ্বল হয়ে আছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীর সৈয়দপুরে তার বাসভবনে দোয়ার আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন