শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত : গ্রেফতার এক

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার হয়েছেন আরো একজন গরুর রাখাল। নিহত যুবকের নাম মো: মোসলেম উদ্দিন (৩২)। তিনি সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলীর ছেলে। সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান জানান, গতকাল মঙ্গলবার ভোরে কুশখালি সীমান্তের বিপরীতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে আমুদিয়ায় মেইন পিলার ১১-এর সাব-পিলার ৭-এর কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিলেন। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশী তা এখনো পরিষ্কার নয়।
বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরো একজন গ্রেফতার হবার খবর পাওয়া গেছে। তিনি জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন