শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি অমানবিক আচরণ

জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ৬:১২ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির অযুহাত ভোক্তাসাধারণের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। রমজান শেষে সীমিত ও নি¤œ আয়ের মানুষকে এভাবে বেকায়দায় ফেলার পরিণতিও ভাল নয়। সাধারণ মানুষের স্বার্থ না দেখে সরকার ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে এমন অভিযোগ করে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, এক লাফেই সয়াবিনের লিটারপ্রতি ৩৮ টাকা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার এবং বাজার সিন্ডিকেট চক্রের কারসাজি বন্ধ করতে হবে। আজ শনিবার এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এসব কথা বলেন। জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, যেখানে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে সেখানে আবারো ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করা রীতিমত অমানবিক আচরণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন