শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইব্রাহিমি মসজিদে ইসরাইলি পতাকা

পতাকা নিয়ে শতাধিক ইহুদির আল-আকসায় প্রবেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০৩ এএম

জেরুজালেমে অবৈধ বসতকারী কট্টরপন্থি ইহুদিরা বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের ছত্রছায়ায় পবিত্র আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে। পশ্চিম দিকের গেট দিয়ে তারা আল-আকসায় প্রবেশ করেন। ১৯৬৭ সালে জেরুজালেম দখল শুরু করার পর থেকে এই গেটের নিয়ন্ত্রণ ইসরাইলিদের কাছে। খবর মিডলইস্ট মনিটরের। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের কট্টর ডানপন্থি এমপি ইয়েহুদা গ্লিককের নেতৃত্বে ২২ দলে বিভক্ত হয়ে ছয় শতাধিক ইহুদি ইসরাইলের পতাকা নিয়ে প্রবেশ করে। এ সময় আল-আকসায় অবস্থানরত মুসল্লিদের পিটিয়ে অর্ধশত ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনী দুই অধিকারকর্মীকেও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে অবৈধ ইহুদি বসতকারীরা প্রবেশ করে ইসরাইলি পতাকা টাঙিয়ে দিয়েছেন। জেরুজালেমের আল-আকসার পর এই ইব্রাহিমি মসজিদ ফিলিস্তিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। খবর আরব নিউজের। এ ছাড়া গত মঙ্গলবার আল-আকসায় পবিত্র ঈদুল ফিতরের দিন ইহুদিরা সেখানে ইসরাইলের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গায়। উগ্রবাদী ইহুদিরা ইসরাইলি সেনাসদস্যের ছত্রছায়ায় ইব্রহিমি মসজিদে প্রবেশ করেন। ১৯৯৪ সালে ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের ওপর ইহুদিবাদীরা কট্টরপন্থি ইহুদিরা হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেছিল। এ ছাড়া আরও ১২৫ মুসল্লি গুরুতর আহত হন। প্রাচীন শহর হেবরনে ৪০ হাজার মুসলমানের বসবাস। এ ছাড়া অবৈধ ইহুদি বসতিগুলোতে বর্তমানে ৮৫০ জন ইহুদি বসবাস করছেন। মিডল ইস্ট মনিটর, আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
salman ১৭ মে, ২০২২, ২:৪০ এএম says : 0
Yeah Allah, tume HITLAR k khoma kore daw, ai Zalim der hotta korar Jonno.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন