শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ পুনরুদ্ধারের দাবি ইরাকের

মসুলের অভ্যন্তরে ইরাকি বাহিনীর অভিযান চলছে

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৪ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

ইনকিলাব ডেস্ক : ইরাকি বাহিনীর অভিযানে পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে মুক্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। মসুলের অভ্যন্তরে ইরাকি বাহিনীর অভিযান চলছে। গত মঙ্গলবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান সংবাদ সম্মেলনে জানান, মার্কিন মদদে গত চার সপ্তাহের ইরাকি, কুর্দি ও শিয়া মিলিশিয়াদের অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে আইএস। তিনি বলেন, পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ আইএস-এর দখল থেকে মুক্ত হয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তর নগরী মসুলকে পূর্ব-পশ্চিমে ভাগ করেছে টাইগ্রিস নদী। নগরীর পূর্ব দিকের বিস্তার তুলনামূলক বেশি। আর পুরাতন শহরটি অবস্থিত পশ্চিমে। সাদ মান জানান, দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের যুদ্ধ এখনও পর্যন্ত অন্তত ৯৫৫ জন সন্দেহভাজন আইএস সদস্য নিহত এবং ১০৮ জনকে আটক করা হয়েছে। তবে তিনি অন্যান্য ফ্রন্ট মিলিয়ে মোট কতজন আইএস সদস্য হতাহত হয়েছে, বা কতজন ইরাকি সেনা সদস্য হতাহত হয়েছেন, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি। জাতিসংঘ জানিয়েছে, মসুল অভিযানে এখন পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি মানুষ ঘরহারা হয়েছেন। অভিযান আরও তীব্র হলে লাখ লাখ মানুষ সেখান থেকে পালিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস মসুল নগরী দখল করে নেয়। এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরপর ইরাকি সেনা ও পুলিশ বাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দি বাহিনী যৌথভাবে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন