সোমবার রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারে মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার বিজয়ের ৭৭তম বার্ষিকীর স্মরণে সামরিক কুচকাওয়াজ আয়োজন করা হয়েছে।
চলতি বছর মোট ১১ হাজার সেনা ও সামরিক স্কুলের শিক্ষার্থী, ১৩১টি স্থল সামরিক অস্ত্র ও সরঞ্জাম এবং ৭৭টি বিমানের সমন্বয়ে গঠিত বিমান দল রেড স্কয়ারে সমবেত হয়। রাশিয়া-জুড়ে মস্কো, সেন্ট পিটার্সবুর্গ, ইয়েকাতেরিনবার্গ, ভলগোগ্রাদ এবং ভ্লাদিভোস্তকসহ মোট ২৮টি শহরে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় আচারের মধ্য দিয়ে শুরু হয় রাশিয়ার ৭৭তম বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ। ঐতিহ্যবাহী সমরাস্ত্র টি-৩৪ মডেলের ট্যাংক প্রদর্শন করা হয় প্যারেডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে এই ট্যাংক ব্যবহার করে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা বহর। ছিল সেসময়ের পতাকাও।
সামরিক প্যারেডে অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করা হয়। ছিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, সামরিক যান, ড্রোন, ট্যাংক। তবে আবহাওয়া খারাপ থাকায় বাতিল করা হয় বিমান বাহিনীর প্রদর্শনী। সূত্র: সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন