শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁয় ২য় ধাপে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৭:৪৩ পিএম

 নওগাঁয় ২য় বারের মতো সাধারণ আনসার মৌলিক (বিশেষ ধাপ-২য়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকাল ৯টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ, কৃর্তি ও চৌকস প্রশিক্ষনার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তায় আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচন বিভিন্ন ঈদ, পূজা-পার্বণ, বিশ্ব ইজতেমা, শপিংমল বাণিজ্যমেলা ও বইমেলা, ট্রাফিক কন্ট্রোলসহ প্রভূতি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্য- সদস্যার জননিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। তিনি আরও প্রশিক্ষণার্থী সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এসময় অন্যান্যদের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক রাসেল আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা খিলগাঁও সদর দপ্তরের পরিচালক (আনসার- প্রশিক্ষক)রাজীব হোসাইন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম সহ অত্র রেঞ্জ পরিচালক ও জেলা কমান্ড্যান্টগণ ও আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দরা। প্রশিক্ষণে ২০২জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে এ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহন করেন এবং এদের মধ্যে শেষ্ঠ ড্রিল সোহান মৃধা, শ্রেষ্ঠ ফায়ারার নাইম ইসলাম এবং চৌকস ইমরান আলীকে কৃতী প্রশিক্ষনার্থী হিসেবে প্রধান অতিথি সম্মাননা পুরষ্কার প্রদান করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন