শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দেশীয় বস্ত্র খাতে মূল্য সংযোজনের হার কমল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০১ এএম

দেশীয় বস্ত্র খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্যতার ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ১০ শতাংশ কমানো হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তক্রমে অবহিত করা যাচ্ছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বস্ত্র খাতে বিদ্যমান হারে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ২০ শতাংশ প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত আগের সার্কুলারে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ৩০ শতাংশ নির্ধারণ করা ছিল।
নতুন সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ২০২১-২০২২ অর্থবছরে জাহাজিকৃত রফতানি চালানের বিপরীতে দাখিলকৃত অনিষ্পন্ন আবেদনগুলোসহ এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন