শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আরাকানে গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ কাল

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো
মিয়ানমারের আরাকানে নির্বিচারে মুসলমান নারী ও শিশুহত্যা, বর্বর নির্যাতনের প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে হেফাজতে ইসলাম। ওইদিন বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা। একই দাবিতে আগামী ২৫ নভেম্বর কক্সবাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজত।
গত ৯ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। এর মধ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যা বন্ধ না হলে মিয়ানমার অভিমুখী লংমার্চ কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেয়া হয় ওই সংবাদ সম্মেলনে।
হেফাজত নেতারা বলেন, আরাকান মুসলমানদের উপর মগদস্যু ও সামরিক বাহিনীর নির্মম নির্যাতন চলছে। হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ করে নিরীহ রোহিঙ্গা মুসলমানদের হত্যা করা হচ্ছে।
সভ্যতা ও মানবতাবিরোধী এ গণহত্যার পরও গোটা বিশ্ব নিরব রয়েছে। বিশ্ববাসীর বিবেক জাগ্রত করতে এবং মানবতাবিরোধী এ অপরাধ বন্ধে জাতিসংঘসহ বিশ্বের বিবেকবান সব রাষ্ট্র ও সংস্থার দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন