শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অপকর্ম করবেন না, জনগণ ব্যালটে জবাব দেবে

কুষ্টিয়ায় ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৪ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

তারেক সালমান/এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া থেকে : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের নেতাদের হুঁশিয়ার করে বলেছেন, অপকর্ম করবেন না, যখন ক্ষমতায় থাকবেন না জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে। যারা অন্যায় অপকর্ম করলে আগামী নির্বাচনে তাদের কপালে মনোনয়ন জুটবে না। পাশাপাশি ভিতর কোন্দল ও বিভেদ সৃষ্টি করবেন না। শেখ হাসিনার নির্দেশনা নিয়ে এসছি, আগামী নির্বাচনে জয়ী দলকে শক্তিশালী ও জেতাতে এখনই মাঠে নেমে পড়েন। গতকাল (বুধবার) বিকেলে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ওবায়দুল কাদের, মাহবুব উল আলমসহ আরও কয়েকজন নেতা স্থান পাওয়ায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা সভার আয়োজন করে। জনসভায় কেন্দ্রীয় কমিটির ২২ জন নেতা উপস্থিত ছিলেন। এছাড়া আশাপাশের বেশ কয়েকটি জেলা এমপিরা উপস্থিত ছিলেন মঞ্চে।
জনসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন নালিশের দল। তাদের কর্মসূচি এখন নালিশ করা। দেশ ও জনগণের ওপর কোন আস্থা নেই। এ কারণে নির্বাচনে মোদি জয়লাভের পর ভারতীয় দূবাবাসের দরজা খোলার আগেই বিএনপির শতশত নেতা মিষ্টি ও ফুল নিয়ে দরজার সামনে হাজির হয়ে যান। দিল্লির মসনদে মোদি, আর বিএনপি ঢাকায় বসে জগাই, মাদাই নৃত্য করে। এবার আমেরিকার নির্বাচনের আগে বিএনপি নেতাদের মাঝে শোরগোল পড়ে গেল হিলারি জিতে গেল, হিলারি জিতে গেল। তবে মাঝখান থেকে হিলারির ওপর ট্রাম্প করেন ডোনাল্ট ট্রাম্প। ঢাকায় মণ মণ মিষ্টি মিষ্টি রেডি ছিল। তবে এবারো হতাশ হতে হলো বিএনপিকে।
তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনি কুষ্টিয়া এসে দেখে যান। জনগণ আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ। শেখ হাসিনার শক্তি বাংলাদেশের জনগণ। তাই শেখ হাসিনার সরকার, বারবার দরকার, উন্নয়নে দরকার, শেখ হাসিনার সরকার।
মন্ত্রী এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন, ইয়াবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই ইয়াবাকে না বলুন, ইয়াবে না বলুন, ইয়াবাকে না বলুন। এ সময় উপস্থিত সবাই হাত তুলে ইয়াবাকে না বলেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দীন খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, আরেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।
মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, আগে কুষ্টিয়ায় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বারবার পরাজিত হতো। সরকারি কলেজের মাঠে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে দিন বদলে গেছে। এখন কুষ্টিয়ার মাটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। আগামী নির্বাচনে সবগুলো আসন আওয়ামী লীগের দখলে থাকবে। তিনি বলেন, বিএনপি গত নির্বাচনে অংশ নেয়নি। তাদের প্রতি আহ্বান রাখব আগামী নির্বাচনে অংশ নেন, জনপ্রিয়তা যাচাই করুন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে ভয় পাই। তারা নির্বাচন বানচাল করতে ৫০০ স্কুল পুড়িয়ে দেয়। নির্বাচনী কর্মকর্তাদের হত্যা করে। এখন তারা নতুন ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের যে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
এর আগে বেলা বারটা থেকে জেলা বিভিন্ন উপজেলা থেকে বাস-ট্রাক নসিমনে করে হাজার মানুষ সরকারি কলেজ মাঠে জড়ো হয়। সেখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে মাঠ ভরে যায়। কুষ্টিয়া ছাড়াও মন্ত্রী ও তার সফর সঙ্গীরা যশোর ও ঝিনাইদহে জনসভা ও পথ সভায় যোগ দেন।

নির্বাচনের প্রস্তুতি নিন
যশোর থেকে বিশেষ সংবাদদাতা জানান, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যারা দলে বিভেদ সৃষ্টি করবে, শৃংখলা মানবে না, তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বুধবার সকাল ১০টায় যশোর সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার মানসিকতা পরিহার করুন। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালবাসার ফুল কোন দিন শুকিয়ে যাবে না। এখন সবচেয়ে প্রয়োজন জনগণকে খুশি করা। আপনারা জনগণকে খুশি করুন। জনগণের ভালবাসা অর্জন করুন।
এসময় আরোও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যুগ্ম সম্পাদক যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।
নেতাদের নয়, জনগণকে খুশি করুন
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ফুল দিয়ে নেতাদের খুশি করলে চলবে না, জনগণকে খুশি করতে হবে। কারণ জনগণই আওয়ামী লীগের চালিকাশক্তি। তিনি বলেন, দলে মৌসুমী পাখি ও বসন্তের কোকিল দলে উঁকি দিচ্ছে। আপনারা সাবধান হয়ে যান। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কাছে যান, ভালো ব্যবহার করুন। নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। আওয়ামী লীগ করতে হলে কাজ করতে হবে, দলের নিয়ম কানুন মানতে হবে, নতুবা দলীয় মনোনয়ন পাবেন না। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, কোন উল্টাপাল্টা করলে খবর আছে। দৃষ্টিকটূ কাজ করে কেউ পার পাবেন না। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি, বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এদিকে ঝিনাইদহ সড়ক বিভাগ দীর্ঘদিনের ভাঙ্গাচোরা রাস্তা রাতারাতি নির্মাণ করে। গভীর রাতে রাস্তা সংস্কার করতে গিয়ে সৈয়দ আহম্মেদ নান্নু (৫০) নামে তাদের এক কর্মী ট্রাক চাপায় নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ৬ জন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Fahad ১৭ নভেম্বর, ২০১৬, ১০:২৭ এএম says : 0
Kothagulo valo bolesen
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন