মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে যেসব কোম্পানি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:০১ এএম

জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে শ্রেষ্ঠত্বের ভূমিকায় শিল্প ও সেবা খাতের উৎপাদনশীলতা পুরস্কার পেতে যাচ্ছে ২৬টি কোম্পানি। শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে ২০২০ সালের পুরস্কারের জন্য নির্বাচিত এসব কোম্পানির নাম গেজেট আকারে প্রকাশ করেছে।

বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান তৈরি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখায় নির্বাচিত ২৬ টি কোম্পানিকে পাঁচ ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার দেয়া হচ্ছে। এছাড়া ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ‘ইন্সটিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত করা হয়েছে।
প্রকাশিত গেজেটে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং রাষ্ট্রায়ত্ত্ব শিল্প- এ পাঁচ ক্যাটাগরিতে খাত ও উপখাতভিত্তিক ২৬টি কোম্পানির নাম ঘোষণা করা হয়েছে। বৃহৎ শিল্পের কোম্পানিগুলো হল- ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড (খাদ্য শিল্প), ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, শেলটেক প্রাইভেট লিমিটেড, রানার অটোমোবাইলস লিমিটেড (ইস্পাত ও প্রকৌশল), এনভয় টেক্সটাইলস লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইলস অ্যান্ড হোসিয়ারি মিলস ও করণী নিট কম্পোজিট লিমিটেড (টেক্সটাইল ও তৈরি পোশাক), নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মীর টেলিকম লিমিটেড ও ডিজিকন টেকনোলজিস লিমিটেড (সেবা), সার্ভিস ইঞ্জিন লিমিটেড (তথ্যপ্রযুক্তি), প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, স্কয়ার টয়েল্ট্রিজ লিমিটেড (রসায়ন)।
মাঝারি শিল্পের কোম্পানিগুলো হল-সিলভান টেকনোলজিস লিমিটেড (ইস্পাত ও প্রকৌশল), মাসকোটেক্স লিমিটেড ও ইনডেক্স এক্সেসরিজ লিমিটেড (টেক্সটাইল ও তৈরি পোশাক), মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড (তথ্যপ্রযুক্তি), বিআরবি পলিমার লিমিটেড ও জিএমই এগ্রো লিমিটেড (রসায়ন)।
ক্ষুদ্র শিল্পের কোম্পানিগুলো হল- আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, মেসার্স তোহফা এন্টারপ্রাইজ ও জারমার্টজ লিমিটেড, মাইক্রো শিল্পের কোম্পানি-সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের কোম্পানি ইস্টার্ন টিউবস লিমিটেড। পুরস্কার বিতরণের সময় এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ভুক্ত ন্যাশনাল উৎপাদনশীলতা সংগঠনের মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন